আমার সম্পর্কে কিছু কথা
কে, কেন, কিভাবে?
আমি আলী হোসেন একজন ওয়েব ডেভেলপার, দীর্ঘদিন ফ্রিল্যান্সিং করছি টপ মার্কেটপ্লেস, যেমন Fiverr আর Upwork-এ। এমনকি Upwork-এ আমি ছিলাম টপ রেটেড ফ্রিল্যান্সার। এরপর যুক্ত হই একটি আমেরিকান কোম্পানির রিমোট জবের জন্য।
প্রোগ্রামিং আর ওয়েব ডেভেলপমেন্ট শেখা আমার জন্য সবসময়ই এক ধরনের ভালো লাগার বিষয়। আর সেই ভালো লাগা থেকেই ২০১৯ সালে শুরু করি *Procoder BD* নামে একটি YouTube চ্যানেল। এখন সেখানে ৬২৫টিরও বেশি ভিডিও রয়েছে, যেগুলো লক্ষ লক্ষ লার্নারকে প্রতিদিন সহায়তা করছে।
আলী হোসেন
প্রতিষ্ঠাতা - প্রোকোডার একাডেমি
কেন procoderBD?
Procoder BD YouTube চ্যানেলে এখন পর্যন্ত ৬২৫টির বেশি ভিডিও আছে। দেশ-বিদেশের অসংখ্য মানুষ এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কথা বললে, লার্নাররা বলছে—এই ভিডিও আর প্লেলিস্টগুলো যেন একেকটা আলোর বাতি। প্রোগ্রামিংয়ের জটিল সব বিষয় সহজ ভাষায় শেখানোর জন্য হাজার হাজার লার্নারের প্রথম পছন্দ Procoder BD। শেখার এমন সহজ-সুন্দর পথ যেন খুঁজেই পাওয়া যায় না।